পার্থকে দল থেকে বের করে দেওয়া হয়েছে! মমতাকে দুর্নীতির রানি বলা নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি সৌগত রায়ের

ফের লাগাম ছাড়া মন্তব্য তৃণমূল (Trinamool Congress) সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) । শুক্রবার তিনি গিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভায় একটি জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন। বলেন, তৃণমূলের সবাই চোর, একথা বলবেন না। তাহলে পিঠে তাল পড়লে দুঃখ করবেন না।

from Oneindia Bengali kolkata https://ift.tt/0ZMLJaW
via IFTTT

Comments

Popular posts from this blog