রাত আড়াইটেয় নবান্ন পার! ৭ ঘন্টার জার্নি শেষে মধ্যরাতে অনুব্রত মণ্ডলকে নিয়ে নিজাম প্যালেসে CBI

আসানসোল (Asansol) থেকে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে সিবিআই (CBI)-এর কনভয় রওনা হয়েছিল সন্ধে সোয়া সাতটা নাগাদ। নিজেদের হেফাজতে পাওয়ার পরে রওনা দেন তাঁরা। সেই কনভয় যখন কলকাতায় সিবিআই-এর সদর দফতর নিজাম প্যালেসে (Nizam Palace) এসে পৌছল, তখন ঘড়ির কাটায় পৌনে তিনটে।

from Oneindia Bengali kolkata https://ift.tt/hFQHx9B
via IFTTT

Comments

Popular posts from this blog